আযানের জবাব

       আযানের বাক্য                  – – – – –                     আযানের জবাব

১. আল্লাহু আকবার আল্লাহু আকবারআল্লাহু আকবার আল্লাহু আকবার২ বার
২. আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ — ২ বার
৩. আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহআশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ— ২ বার
৪. হাইয়া আলাছ ছালা-হলা হাওলা ওয়ালা কুওয়াত্তা ইল্লা বিল্লাহ — ২ বার
৫. হাইয়া আলাল ফালা-হলা হাওলা ওয়ালা কুওয়াত্তা ইল্লা বিল্লাহ — ২ বার
৬. আল্লাহু আকবার আল্লাহু আকবারআল্লাহু আকবার আল্লাহু আকবার১ বার
৭. লা ইলা-হা ইল্লাল্লা-হলা ইলা-হা ইল্লাল্লা-হ — ১ বার
৮. ফজরের আযানের সময় হাইয়া আলাল ফালা-হ  – এর পরে আছছালা-তু খায়রুম মিনান নাঊম

আছছালা-তু খায়রুম মিনান নাঊম ২ বার

শবে কদর নামাজের নিয়ত

নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়া’লা রাকআ’তাই ছালাতি লাইলাতিল ক্বদরি, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

শবে মেরাজ নামাজের নিয়ত

নাওয়াইতুআন  উছাল্লিয়া লিল্লাহে তা’আলা রাক’আতায় ছালাতি লাইলাতিল মে’রাজ মুতাওইয়াজ্জিহান ইলা  জিহাতিল কা’বাতিশ শারিফাতি আল্লাহু একবার।

শবে বরাতের নামাজের নিয়ত

নাওয়াইতুআন্ উছল্লিয়া লিল্লা-হি তা‘আ-লা- রাক‘আতাই ছালা-তি লাইলাতিল বারা-তিন্ -নাফলি, মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল্ কা‘বাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।

তারাবি নামাজের চার রাকাত পরপর দোয়া

সুব্হানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইযযাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়ায়ি ওয়াল জাবারূত। সুব্হানাল মালিকিল হায়্যিল্লাযি লা-ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা। সুব্বুহুন কুদ্দুছুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ।

তারাবি নামাজের নিয়ত

নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা’আলা, রকাআতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসুলিল্লাহি তা’আলা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারিফাতি, আল্লাহু আকবার।

ইফতারের নিয়ত

নাওয়াইতু আন আছুমাল ইয়াওমা মিন শাহরি রমাদ্বানাল মুবারকি ফারদ্বাল্লাকা ইয়া আল্লাহু ফা তাক্বাব্বাল মিন্নী ইন্নাকা আংতাস সামীউল আলীম।

রোজার নিয়ত

নাওয়াই- তু- আন আসুম্মা গাদাম মিনশাররে রামাযানাল মোবারাকে, ফারযুল-লা-কা ইয়া আল্লাহু ফাতাকাব্বিল মিন্নি ইন্নাকা আন্তাস সামিউল আলীম।